ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে পিকআপের ধাক্কায় দুই শিক্ষার্থী আহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
ফটিকছড়িতে পিকআপের ধাক্কায় দুই শিক্ষার্থী আহত ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে সবজি বোঝাই একটি পিকআপের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থী আহত হয়েছে।  

রোববার (৬ অক্টোবর) সকাল ৯টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের জামাল কোরআন গেটের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

আহত শিক্ষার্থীরা হলেন- বাবু ও রিয়াজ। তারা স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী বলে জানিয়েছেন নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া।

 

তিনি বাংলানিউজকে বলেন, দুই শিক্ষার্থী বাইসাইকেল নিয়ে একসাথে যাওয়ার সময় পিকআপটির চাকা ও এক্সেল ভেঙে তাদের ওপরে গিয়ে পড়ে। এতে দুই শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে বাবু নামের একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।