ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাবিব গ্রুপের তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
হাবিব গ্রুপের তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রতীকী ছবি

চট্টগ্রাম: ঋণ খেলাপির মামলায় হাবিব গ্রুপের তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।  

রোববার (৬ অক্টোবর) চট্টগ্রামের অর্থঋণ মো. মুজাহিদুর রহমানের আদালত এই আদেশ দেন।

 

এই তিন পরিচালক হলেন, ইয়াকুব আলী, ইয়াছিন আলী ও তানভীর মাহবুব।  

আদালত সূত্রে জানা যায়, নগরের আগ্রাবাদ শাখার এবি ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ কোটি ১৭ লাখ ৪৯ হাজার টাকা।

 কিন্তু ঋণের বিপরীতে স্থাবর অস্থাবর কিংবা সহায়ক কোনো সম্পদ বন্ধক নেই। যার কারণে নিলাম করা যাচ্ছে না।  

অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বাংলানিউজকে বলেন, এবি ব্যাংকের পক্ষ থেকে হাবিব গ্রুপের তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।