ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে বাঁশের তিরবিদ্ধ শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
বাঁশখালীতে বাঁশের তিরবিদ্ধ শিক্ষার্থীর মৃত্যু ...

চট্টগ্রাম: বাঁশখালীতে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি তির-ধনুক নিয়ে খেলতে গিয়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

তার নাম সাইদুল কবির (১২)।

সে পাইরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং ৭ নম্বর সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার আজিজুর রহমানের ছেলে।

বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার সরল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত বাঁশের তির সাইদুলের বুকে বিদ্ধ হলে রক্তক্ষরণ হয়। আহত অবস্থায় তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

সাইদুলের বাবা আজিজুর রহমান বলেন, ‘খেলা করার সময় ছেলে আহত হয়। হাসপাতালে রাতে মারা গেল। ছেলেকে বাঁচাতে পারলাম না’।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, তীর-ধনুক নিয়ে খেলতে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।