চট্টগ্রাম: চট্টগ্রামে খোলা বাজারে ন্যায্যমূল্যে সবজি, ডিম ও পেঁয়াজ বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে নগরের চকবাজারে কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যাগে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় এই কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম।
নগরের গুরুত্বপূর্ণ স্থানে আগামী ১৫ দিন এই বিক্রি কার্যক্রম চলবে।
এদিকে বাজার থেকে কম মূল্যে পণ্য কিনতে পেরে খুশি সাধারণ মানুষ। এ সময় তারা এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এমআর/টিসি