চট্টগ্রাম: মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেছেন, পতিত স্বৈরাচার অর্থনীতি, ব্যাংক শেয়ারবাজারসহ সকল সেক্টর শেষ করে দিয়েছে। দীর্ঘ দুঃশাসনে বাংলার ১৮ কোটি মানুষকে অতিষ্ঠ করে তুলেছিলো।
বুধবার (২৩ অক্টোবর) নগরের ২৮ নম্বর পাঠানটুলীতে জামায়াতে ইসলামী সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কেবল মসজিদ মাদ্রাসা হজ ওমরায় রাসুলকে মানলেন; কিন্তু পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতিতে মানলেন না তবে আপনি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলেন না।
ওয়ার্ড সেক্রেটারি ডা. কফিল উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আলমগীর বাশার। ওয়ার্ড আমির কবির আহমেদের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ ড. মুহাম্মদ মাহমুদুল হাসান। বিশেষ বক্তা ছিলেন মুহাম্মদ মোহছেন আল হোসাইনী। বিশেষ অতিথি ছিলেন ডবলমুরিং থানা জামায়াত আমির মুহাম্মদ ফারুক আজম, সদরঘাট থানার ভারপ্রাপ্ত আমির ডা. আবদুল মতিন তালুকদার ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন সদরঘাট থানা সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজী, রওশন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইসমাইল হানাফী, থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলে এলাহী শাহিন, ৩০ নম্বর ওয়ার্ড আমির মুহাম্মদ হারুন অর রশিদ, ২৯ নম্বর ওয়ার্ড আমির মাওলানা মুহাম্মদ বেলায়েত হোসেন, ক্যাপ্টেন ইলিয়াস হোসেন, ব্যবসায়ী মুহাম্মদ নুরুল আবছার চৌধুরী, মাওলানা মোহাম্মদ মুছা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
বিই/পিডি/টিসি