চট্টগ্রাম: প্রথমবারের মতো কৃষির গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় সারাদেশে একযোগে কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরের চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এজন্য অনেককে প্রাণ দিতে হয়েছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। ছাত্র-জনতার গণঅভ্যুথানে যারা শহিদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা আহত ও পঙ্গু হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের দ্রুত আরোগ্যতা কামনা করছি।
গত ১৭ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার আমাকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে। এজন্য আমি মহান রাব্বুল আলামীনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি-আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের প্রতি, যাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার সিভাসু থেকে উপাচার্য নিয়োগ দিয়েছে
উপাচার্য বলেন, গুচ্ছ পদ্ধতিতে ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা এক বিশাল কর্মযজ্ঞ। এই প্রক্রিয়ার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা রয়েছে। ইতোমধ্যে ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পাদনে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
জানা গেছে, কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনে এবার নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। যেখানে আসন সংখ্যা-১ হাজার ১১৬টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে আসন সংখ্যা-৪৩৫টি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। যেখানে আসন সংখ্যা-৬৯৮টি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা-৪৪৮টি। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা-২৭০টি। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা-৪৩১টি। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা-১৫০টি। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা-৯০টি। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা-৮০টি।
ভর্তি পরীক্ষা ৮টি মূল কেন্দ্র এবং ৩টি উপকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। মূল কেন্দ্রসমূহ হলো: ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়া উপকেন্দ্রগুলো হলো: ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৩০ অক্টোবর। সশরীরে ভর্তি প্রক্রিয়া চলবে ৯ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে (https://acas.edu.bd) পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
বিই/পিডি/টিসি