ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে ১০ হাজার ঘনফুট বালু জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
ফটিকছড়িতে ১০ হাজার ঘনফুট বালু জব্দ ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে অভিযান পরিচালনা করে ১০ হাজার ঘনফুট বালু, ড্রেজার মেশিন ও দুটি জীপ গাড়ি জব্দ করা হয়েছে।  

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার ধর্মপুর ও খিরাম এলাকার অবৈধ হচ্ছারঘাট বালুমহালে এ অভিযান পরিচালনা করা হয়।

 

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহায়তা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.  মেজবাহ উদ্দিন।

মেজবাহ উদ্দিন বাংলানিউজকে বলেন, অভিযান পরিচালনাকালে হচ্ছারঘাট এলাকার দুটি স্থান হতে ইজারা ব্যতীত ও অবৈধভাবে উত্তোলিত প্রায় ১০ হাজার ঘনফুট বালু, বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন ও দুটি জীপ গাড়ি জব্দ করা হয়।

পরে জব্দকৃত বালু স্পট নিলামের মাধ্যমে বিক্রয় করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের ব্যবস্থা করা হয়। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ও ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।