চট্টগ্রাম: কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৬৯ দশমিক ০৬ শতাংশ।
শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। এবার সর্বমোট ৭৫ হাজার ১৭ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫১ হাজার ৮১১ জন ভর্তিচ্ছু।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১১টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে সর্বমোট আসন রয়েছে ৩ হাজার ৭১৮টি। ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ৩০ অক্টোবর। সশরীরে ভর্তি প্রক্রিয়া চলবে ০৯-১২ ডিসেম্বর পর্যন্ত।
সিভাসুর উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান সিভাসু ক্যাম্পাসে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। সুন্দর ও সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরীক্ষা কার্যক্রম সু্ষ্ঠুভাবে সম্পাদনে সহযোগিতার জন্য উপাচার্য পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানান।
পরিদর্শনের সময় উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ-আল-নাহিদ, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।
কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে আসন সংখ্যা-১ হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে আসন সংখ্যা-৪৩৫টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে আসন সংখ্যা-৬৯৮টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে আসন সংখ্যা-৪৪৮টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, যেখানে আসন সংখ্যা-২৭০টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, আসন সংখ্যা-৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে আসন সংখ্যা-১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে আসন সংখ্যা-৯০টি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে আসন সংখ্যা-৮০টি।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
বিই/পিডি/টিসি