ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রামে দুই দল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রামে দুই দল

চট্টগ্রাম: সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল।  

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে টিম হোটেল রেডিসন ব্লুতে উঠেন দুই দল।

মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম টেস্টে মাঠে নামার আগে দুই দিন অনুশীলন করবে ক্রিকেটাররা। এরই মধ্যে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
এ টেস্টে খেলছেন না পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় ডাক পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ।  

দুই ম্যাচ সিরিজে প্রথম টেস্ট হেরে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। পয়া ভেন্যু হিসেবে পরিচিত জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ সমতায় শেষ করতে চাইবে মুশফিক মিরাজরা।  

বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।