ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রথমবারের মতো চবিতে চালু হচ্ছে অনলাইন ব্যাংকিং সেবা, কমবে ভোগান্তি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
প্রথমবারের মতো চবিতে চালু হচ্ছে অনলাইন ব্যাংকিং সেবা, কমবে ভোগান্তি ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)  আলোর মুখ দেখতে যাচ্ছে মোবাইল ব্যাংকিং পদ্ধতি। এতে করে শিক্ষার্থীরা তাদের যাবতীয় ফি ঘরে বসেই অনলাইনে আদায়ের সুযোগ পাবে।

 

বুধবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটায় টায় চবি উপাচার্য দপ্তরের সন্মেলন কক্ষে সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, শিক্ষার্থীদের সকল প্রকার ফি অনলাইনে আদায়ের মাধ্যমে তাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হবে এবং অনেক কষ্ট লাঘব হবে।

শিক্ষার্থীদের কল্যাণে এ চুক্তি করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এসময় তিনি উপস্থিত ব্যাংক কর্মকতার্দের দ্রুত সময়ের মধ্যে এ চুক্তি বাস্তবায়ন করে শিক্ষার্থীদের প্রত্যাশিত সেবা পূরণের আহ্বান জানান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাস) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রভোস্ট, হিসাব নিয়ামক এবং চবির সংশ্লিষ্ট অফিস প্রধানরন উপস্থিত ছিলেন।  

এছাড়া সোনালী ব্যাংকের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার মো. মুছা খান, ডেপুটি জেনারেল ম্যানেজার অলক কুমার বল, হাটহাজারী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) যাদব চন্দ্র দাসসহ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পরপরই শিক্ষার্থীদের এই সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে গুরুত্ব সহকারে বিষয়টি নিয়ে কাজ শুরু করি। অবশেষ আজকে সোনালী ব্যাংকের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। এখন থেকে সব ধরনের ফি অনলাইনে দিতে পারবে শিক্ষার্থীরা। দুই সপ্তাহের মধ্যেই সেটা কার্যকরের পরিকল্পনা রয়েছে আমাদের। যেকোনো ব্যাংকের কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের সহযোগিতায় যেকোনো জায়গায় থেকে এ সেবা গ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।