ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সুপারি মজানোর গর্তে নেমে আহত আরও একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
সুপারি মজানোর গর্তে নেমে আহত আরও একজনের মৃত্যু ...

চট্টগ্রাম: কাঁচা সুপারি পানিতে ভিজিয়ে মজানোর গর্তে পড়ে মৃত্যুবরণকারী দুই ভাইকে উদ্ধারকারী দলের একজন মারা গেছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. তৌহিদ (৩৯) নামের একজনের মৃত্যু হয়।

তিনি ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পশ্চিম হাইদচকিয়া সোনামিয়া সরকার বাড়ির মো. এজাহার সওদাগরের পুত্র।

শুক্রবার (১ নভেম্বর) পাইন্দং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজি গুন্নুমিয়া সওদাগর বাড়িতে সুপারি মজানোর গর্তে নেমে মারা যান দুই ভাই শফি সওদাগর ও শহিদুল্লাহ।

তাদের উদ্ধার করতে গিয়ে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন মো. তৌহিদ, মো. শফি ও করিম।

স্থানীয় ইউপি সদস্য মো. মহিন উদ্দিন জানান, আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর প্রবাসী তৌহিদের মৃত্যু হয়েছে। ছুটিতে বাড়িতে এসেছিল সে। এ ঘটনায় আরও ২ জন চিকিৎসাধীন আছে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, ৭-৮ ফুট গর্তে সুপারি রাখা হয়েছিল। সুপারি তুলতে গিয়েই মূলত এ দুর্ঘটনা ঘটেছিল। গর্তে ভেজা সুপারির গন্ধে অতিরিক্ত মিথেন গ্যাস উৎপন্ন হয়। অক্সিজেনের অভাবে তারা জ্ঞান হারিয়ে ফেললে এই হতাহতের ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।