ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় ২ দোকানিকে গুনতে হলো জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
সাতকানিয়ায় ২ দোকানিকে গুনতে হলো জরিমানা  ...

চট্টগ্রাম: সাতকানিয়ায় অভিযান পরিচালনা করে মূল্য তালিকা না থাকার দায়ে দুই দোকানিকে একহাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ফকিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বাংলানিউজকে বলেন, মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় হাজী মমতাজ সওদাগত স্টোর ও সালেহ স্টোরের দুই দোকানিকে একহাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে বেশ কয়েকন দোকানিকে সর্তক করা হয়েছে।

 

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।