ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘জিয়াউর রহমান বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
‘জিয়াউর রহমান বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন’ ...

চট্টগ্রাম: দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, ৭ নভেম্বরের বিপ্লব জাতিকে নতুন করে জাতিসত্তাকে চিনতে শিখিয়েছিল, নতুন করে দেশকে নির্মাণের সুযোগ সৃষ্টি করেছিল। বিপ্লবের নায়ক ছিলেন সিপাহি ও সাধারণ জনগণ।

তারা শহীদ জিয়াউর রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। তিনি দায়িত্ব না নিলে দেশের ইতিহাস কী হতো বলা যায় না।
জিয়াউর রহমানের নেতৃত্ব পুরো বিভক্ত জাতিকে তখন ঐক্যবদ্ধ করেছিল। মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল।

বুধবার (৭ নভেম্বর) বিকেলে কালাবিবির দিঘি মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতা-কর্মীদের ভবিষ্যতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সবাই সজাগ থাকবেন। দলকে আরও দৃঢ় করেন। বিপদ শেষ হয়ে যায়নি। নতুন করে বিপদ আসতে পারে। গণতন্ত্রকে আঘাত করার, নষ্ট করার চক্রান্ত আবারও চলছে। দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরচারের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই।  

আওয়ামী লীগের শাসন আমলে জাতির ওপরে অত্যাচার করেছে জানিয়ে আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, মাফিয়া সরকার বিনা ভোটে ক্ষমতায় আঁকড়ে থাকার সময় বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার অপচেষ্টায় লিপ্ত ছিল। ক্ষমতা হারিয়ে পরাজিত অপশক্তি এখন আবার বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। জনগণ নিরপেক্ষভাবে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের সুযোগ পেলে জনগণের প্রিয় দল বিএনপি অবশ্যই বিজয়ী হবে।

আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক অ্রাডভোকেট ফৌজুল আমিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী আনসার, মেসবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, হাসান চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, সেলিম উল্লাহ খান, নজরুল ইসলাম, জসিম উদ্দিন,বদিউল আলম, নুর ইসলাম, কনক চৌধুরী, মাস্টার ইউছুফ, গফুর সওদাগর, মো. ইদ্রিছ. দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. আলম খান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সাজ্জাদ, মো.সেলিম ও আরিফুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।