ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপির নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
বিএনপির নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান ...

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে আমাদের প্রথম ধাপের বিজয় হয়েছে। কিন্তু আমাদের পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত আমাদের নেতাকর্মীদের সুসংগঠিত ভাবে রাজপথে ঐক্যবদ্ধ থেকে আগামী আন্দোলন চালিয়ে যেতে হবে।

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে শিকলবাহা ক্রসিং এলাকায় কর্ণফুলী উপজেলা বিএনপির উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক কাঠামোকে ও অর্থনীতিকে ধ্বংস করেছে।

ব্যাংক লুট হয়েছে। প্রতিটি জায়গায় দুর্নীতি বেড়েছে। সেই ভয়াবহ অবস্থা থেকে ছাত্র-জনতার দৃঢ়তায় অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পরাজিত করতে সক্ষম হয়েছি। সবাই মিলে একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছি। তাদের এই আশায় দিয়েছি, যে তারা অতিশিগগিরই যে সংস্কারগুলো করা দরকার অর্থাৎ হাসিনা যেগুলো ধ্বংস করে দিয়ে গেছে, যে জঞ্জাল তৈরি করে দিয়ে গেছে, সেগুলোকে সংস্কার করে দ্রুত নির্বাচন দেবেন।

কর্ণফুলী উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. গিয়াস উদ্দিন ফারুকী ফায়সালের সভাপতিত্বে ও সদস্য সচিব মো.ওসমানের সঞ্চালনায় সমাবেশটি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট এস এম ফোরকান, কর্ণফুলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর মেম্বার, সদস্য আবু তৈয়ব কনট্রাকটর, এজাবত উল্লাহ, সালেহ জহুর, ইউনিয়ন বিএনপি'র সভাপতি ইদ্রিস হায়দার, এটিএম হানিফ, কাজী মঈন উদ্দীন টিপু, শেখ আহমদ মেম্বার, সাধারণ সম্পাদক আবু তাহের, মনির উদ্দীন মুন্সি, এস এম ফারুক হোসেন, মো. সালাউদ্দিন, সেলিম খান, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিম,দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো নুরুল ইসলাম মেম্বার, দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শফিউল করিম শফি, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দীন মনির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.ফারুক, সদস্য সচিব দিদারুল আলম, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক তৈয়বুল আলম আংকুর, সদস্য সচিব মনির উদ্দীন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মন্নান খান, সদস্য সচিব বাহারুল বাহার ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো.ইকবাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।