চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।
তিনি বাংলানিউজকে বলেন, বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ব্যতীত তাদের লোগো ব্যবহার করে আটা, ময়দা, সুজি, মুড়ি উৎপাদন করার অপরাধে চরলক্ষ্যার জেবি ফুড সার্ভিসকে ২৫ হাজার টাকা এবং বৈধ ক্রমাংকন ব্যতীত স্টোরেজ ট্যাংক ব্যবহার করায় ক্রসিং এলাকার আমিন উল্লাহ ট্রেডিং কর্পোরেশনকে ৫ হাজার জরিমানা করা হয়।
অভিযানে অংশ নিয়েছিলেন স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চট্টগ্রাম সিএম পরিদর্শক ফারহানা জাহান পারুলসহ সিএমপি কর্ণফুলী থানার পুলিশ টিম।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
বিই/পিডি/টিসি