ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে আগুনে নিঃস্ব ৪ পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
হাটহাজারীতে আগুনে নিঃস্ব ৪ পরিবার ...

চট্টগ্রাম: হাটহাজারীতে আগুনে পুড়ে গেছে ৪ পরিবারের ঘর।
 
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন- চার ভাই বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, মো. জাহাঙ্গীর আলম, মো. আবুল কাশেম ও পিয়ারুল ইসলাম।  

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রহমত উল্লাহ মেম্বার বাড়িতে রান্না ঘরের চুলা থেকে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।  

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.আব্দুল মান্নান জানান, আগুনে ৪ পরিবারের ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।