ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি 

কালচারাল অফিসারের চেয়ারে ১৬ বছর ইন্সট্রাক্টর মোসলেম 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
কালচারাল অফিসারের চেয়ারে ১৬ বছর ইন্সট্রাক্টর মোসলেম  ...

চট্টগ্রাম: দীর্ঘ ১৬ বছর পর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোহাম্মদ মোসলেম উদ্দিনকে বদলি করা হয়েছে। তাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগে নাট্যকলা শাখার ইন্সট্রাক্টর পদে ফেরত পাঠানো হয়।

 

শিল্পকলা একাডেমির প্রধান কার্যালয়ে ইন্সট্রাক্টর পদে নিয়োগ পেলেও চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জেলা কালচারাল অফিসারের পদ দখল করেছিলেন তিনি।  

গত ৪ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ স্বাক্ষরিত বদলি আদেশ জারি করা হয়।

মোসলেম উদ্দিনের স্থলাভিষিক্ত করা হয়েছে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদকে। একই আদেশে আরও ৩৪ কর্মকর্তার বদলি-পদায়ন করা হয়।  

জানা গেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ইন্সট্রাক্টর পদ মূলত প্রশিক্ষণ বিভাগের অধীনে নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য সৃষ্ট। সংগীত, নাট্যকলা, নৃত্যকলা ও চারুকলা বিষয়ে ইন্সট্রাক্টর রয়েছেন। তাদের কার্যক্রম বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা কেন্দ্রিক। প্রশিক্ষণ বিভাগের আয়োজনে বিভিন্ন জেলাতে গিয়ে ইন্সট্রাকটররা উচ্চতর বা বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে থাকেন।  

২০০৫ সালে ইন্সট্রাক্টর পদে ঢাকায় যোগদান করলেও চাকরি জীবনের ১৯ বছরের মধ্যে ১৬ বছরের বেশি সময় চট্টগ্রামে ছিলেন মোসলেম উদ্দিন। কালচারাল অফিসার না হয়েও পদটি আঁকড়ে ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বদান্যতায়। ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পদত্যাগ করেন লিয়াকত আলী লাকী। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্তের কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মোহাম্মদ মোসলেম উদ্দিন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পদে দায়িত্বে থাকাকালে প্রতিষ্ঠানটিতে সদস্য পদে অনেক নতুন সংস্কৃতিকর্মীদের অন্তর্ভুক্তির আবেদন উপেক্ষা করেন বলে অভিযোগ ওঠে। দীর্ঘ ৬ বছর পর গত ৮ জুন অনুষ্ঠিত জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনের আগে ৫১ সদস্যকে বাদ দিয়ে ভোটার তালিকা প্রকাশে সংশ্লিষ্টতার জন্য তাকে দায়ি করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।