ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব' ...

চট্টগ্রাম: সাবেক উপ-সচিব গোলাম হোসেন বলেছেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এমন উদ্যোগ কেবল শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নয়, এটি মানুষে মানুষে সহমর্মিতা ও ভালোবাসার সেতুবন্ধন তৈরি করে।

 

বুধবার (১ জানুয়ারি) সকালে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের হরিণাদিঘী দোকান চত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। উপজেলার 'বৃহত্তর হরিণাদিঘী ও হাইদচকিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ' এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি আরও বলেন, তরুণ সমাজ যদি এ ধরনের উদ্যোগে এগিয়ে আসে, তবে আমাদের সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে। এ কাজের জন্য সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানাই।

ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক জামাল উদ্দিনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির সিরাজুল হক। কর্মসূচির উদ্বোধন করেন হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিন।  

আনোয়ারুল আজিম নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মো. জাহাঙ্গীর আলম, মো. নওয়াব হোসাইন সিকদার, মো. রফিক উদ্দিন সিকদার, মওলানা শামসুদ্দিন, মীর আবুল হাসেম, মো. আনোয়ার হোসেন ও শফিউল আলম সিকদার।

এছাড়া অন্যান্যদের মধ্যে ব্যবসায়ী নাছির উদ্দিন, মইন শিকদার, ডা. রাশেদুল করিম, সীরাত মঞ্জুর, মোরশেদ সওদাগর, সৈয়দ হাসান, মো. এমরান, আবু বক্কর সিকদার, ডা. নেজাম উদ্দিন, শওকত হোসেন এবং মাওলানা শফিসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বক্তারা এই উদ্যোগকে মানবিক দায়িত্ব পালনের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।