ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যুবককে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন, থানায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
যুবককে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন, থানায় মামলা ...

চট্টগ্রাম: নগরের পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকার বাসা থেকে এক যুবককে ধরে নিয়ে আসা অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) পতেঙ্গা থানায় এ মামলা করেন ঘটনার শিকার প্রান্ত তালুকদারের বাবা।

এর আগে বুধবার (১ জানুয়ারি) ওই যুবককে বাসা থেকে জোর করে নিয়ে যাওয়ার পর আহত অবস্থায় রাত ১১টার দিকে নগরের খুলশী থানাধীন লালখান বাজার এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খুলশী থানার ওসি মজিবুর রহমান জানান, লালখান বাজার আমিন সেন্টারের পার্কিংয়ে কিছু লোক এক যুবককে ঘিরে রাখার খবর পেয়ে পুলিশ গিয়ে মারধরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।  

পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পতেঙ্গার কাঠগড় এলাকার বাসা থেকে প্রান্ত নামের এক যুবককে তুলে নেওয়ার ঘটনায় তার বাবা বাদী হয়ে মামলা করেছেন। অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।