চট্টগ্রাম: লোহাগাড়ায় চোরাই মালামালসহ মো. নাহিদুর ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বটতলী স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাহিদুর উপজেলার দক্ষিণ সুখছড়ি হোসেন সিকদার পাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।
ভুক্তভোগী জহির উদ্দিন বলেন, শনিবার সপরিবারে বোনের বাড়িতে বেড়াতে যাই।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বাংলানিউজকে বলেন, জহির উদ্দিন নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি হওয়া স্বর্ণের কানের দুলসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
বিই/পিডি/টিসি