চট্টগ্রাম: বাজালিয়া সমিতি চট্টগ্রামের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত এ মিলনমেলার শুরুতেই সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসনাইন চৌধুরীর তত্ত্বাবধানে সমিতির কার্যক্রমের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
এরপর সমিতির সভাপতি আকতার কামাল চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা ও স্মৃতিচারণ পর্ব। এতে সূচনা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তুষার কান্তি বড়ুয়া।
বক্তারা বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানসহ সমিতির নানাবিধ জনহিতকর কাজের প্রশংসা করেন।
তাঁরা বলেন, প্রত্যেকে যে প্রান্তেই বসবাস করুক, নাড়ির টানে সবাই একদিন একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ একেবারেই অনন্য এমনকি বিরলও বটে। এই বাঁধভাঙা উচ্ছ্বাস, সম্প্রীতির এই বন্ধনকে পরবর্তী প্রজন্মের জন্য বড় একটা শিক্ষা।
সভাপতি তাঁর বক্তব্যে ঘোষণা করেন, আগামী বছর বাজালিয়ার শিক্ষাপ্রতিষ্ঠান ও সমিতির সদস্যদের সন্তানদের নিয়ে আলাদাভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী মিলনমেলাও বাজালিয়াতেই করার চেষ্টা করা হবে। এই পর্বটি সঞ্চালনা করেন সমিতির সাবেক নির্বাহী সদস্য সালাহউদ্দিন শাহরিয়ার চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শোয়েব আলী চৌধুরী।
দ্বিতীয় পর্বে বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়। শিক্ষানুরাগী ও মানবিক ডাক্তার হিসেবে আজীবন সম্মাননা লাভ করেন সাবেক সিভিল সার্জন ডা. মং তে ঝ। এই পর্বটি সঞ্চালনা করেন সমিতির সাহিত্য সম্পাদক জালাল আহমদ। অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারসহ আরও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র'র অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
পিডি/টিসি