ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফিনলে সাউথ সিটি শপিং মলের উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
ফিনলে সাউথ সিটি শপিং মলের উদ্বোধন

চট্টগ্রাম: বন্দরনগরীর প্রাণকেন্দ্র বহদ্দারহাটে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলা শুরু করলো ফিনলে সাউথ সিটি শপিং মল।

শুক্রবার (১৭ জানুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ফিনলে প্রপাটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম খসরু, ল্যান্ড ওনার ইঞ্জিনিয়ার মিজাবাহুর রহমান ও মাহবুবুর রহমান, ফিনলে সাউথ সিটি শপিং মল দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আইয়ুব খান, প্রকল্প আর্কিটেক্ট, ফিনলে প্রপার্টিজ লিমিটেড-এর কর্মকর্তা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধন অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বলেন, ফিনলে প্রপার্টিজ লিমিটেড-এর ফিনলে সাউথ সিটি শপিং মল আমাদের চট্টগ্রামে এক মাইলফলক সৃষ্টি করলো।

কন্দরনগরবাসীর শুধু শপিং-ই নয় এ যেন উন্মুক্ত হলো, আন্তর্জাতিক বাণিজ্য হাব।  

বিশেষ অতিথি এম এ মালেক বলেন, ফিনলে সাউথ সিটি শপিংমল আমাদের চট্টগ্রাম শহরের নতুন দিগন্ত উন্মোচিত করলো। আন্তরিকভাবে এই শপিংমলের সাফল্য কামনা করছি।  

বক্তব্য শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে ফিনলে সাউথ সিটি শপিং মলের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর আমন্ত্রিত অতিথিরা আতশবাজি উপভোগ করেন এবং শপিং মল ঘুরে দেখেন।  

চট্টগ্রামবাসীর শপিংয়ের নতুন দিগন্ত ফিনলে সাউথ সিটি শপিংমল দেশি বিদেশি ব্র্যান্ডের সমাহার নিয়ে এখন ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দু। লোটো, টাইম জোন, রাইজ, শৈল্পিক, এপেক্স, বাটা, বে সুজ, হারলেন, খাদিঘর, আর্ট, লি কুপার, জি জি আইল্যান্ড, ব্রোস্ট ক্যাফে, ল্যান্ড, সাদিয়া'স কিচেন, স্বদেশ পল্লীসহ নানান দেশি বিদেশী ব্র্যান্ডের সমাহার থাকবে এখানেই। এতগুলো দেশি-বিদেশি ব্র্যান্ড নিয়ে ফিনলে সাউথ সিটি শপিং মল-ই চট্টগ্রামে প্রথম উদ্বোধন হয়েছে। শপিং মলের প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই দেখা যাবে সুবিশাল ড্রপঅফ পয়েন্ট, আলাদা এন্ট্রি ও এক্সিট, দৃষ্টিনন্দন নান্দনিক এট্রিয়াম, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ আর ক্যাশলেস শপিং সাথে ইন্সট্যান্ট ব্যাংকিং-এর জন্য আছে এটিএম বুথ ও সার্বক্ষণিক জেনারেটর সুবিধা।

এছাড়া ক্যাপসুল লিফটের পাশাপাশি রয়েছে সার্ভিস লিফট, এস্কেলেটর, অটোমেটিক অগ্নিনির্বাপক ব্যবস্থা, সুবিশাল সিকিউর পার্কিং স্পেস, বিশ্বখ্যাত ফুড চেইন এবং দেশীয় খাবারের ফুড কোর্ট, কিডস প্লে জোন, ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সেস, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ও কম্পিউটার সার্ভিসিং সেন্টার, বুক স্টোর, গিফট কার্ড শপ, জুয়েলারি, অথেনটিক কসমেটিকস্, লেডিস গার্মেন্টস কালেকশন, ঘড়ি এবং অপটিকস, বোরকা, হিজাব, টেইলরিং শপ, হ্যান্ডিক্রাফটস পণ্য, বাচ্চাদের সব ধরনের খেলনার দোকান, ট্রেন্ডি রেডিমেন্ট গার্মেন্টস, পুরুষদের জন্য পাঞ্জাবী ও শেরওয়ানি, দেশি-বিদে ব্র্যান্ডের নানান বয়সীদের জন্য জুতা, ব্র্যান্ড গ্যালারি, ম্যাজিক্যাল থিমপার্ক, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান, প্রতিটি ফ্লোরে টয়লেট সুবিধাসহ সব আয়োজন নিয়ে জমে উঠেছে ফিনলে সাউথ সিটি শপিং মল।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।