চট্টগ্রাম: আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন আলিফ হত্যা মামলার আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
গ্রেফতাররা হলেন, প্রেমনন্দন দাশ বুজা (১৯), রনব দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) ও দেবী চরণ (৩৬)।
আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালত কাজী শরীফের আদালতে আসামিদের হাজির করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
এমআর/পিডি/টিসি