চার দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ এর পর্দা নামছে আগামীকাল রোববার (১৬ ফেব্রুয়ারি)। গত ১৩ ফেব্রুয়ারি বন্দর নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এ শুরু হয় রিহ্যাব ফেয়ার ২০২৫।
এ মেলার মাধ্যমে আবাসন খাতের অচলাবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান।
মেলায় প্রথম বারের মতো আগত ক্রেতাদের শিশুদের জন্য মনোরম কিডস জোনের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামে সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারছেন।
মেলায় প্রবেশে সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৪ বার প্রবেশ করতে পারবেন। টিকিটের র্যাফেল ড্রয়ে প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার।
মেলার শেষ দিন অনেক ক্রেতা দর্শনার্থীর জনসমাগম হবে এমন প্রত্যাশা করছেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। একসঙ্গে বহু প্রতিষ্ঠান অংশ নেওয়ায় ক্রেতারা সহজে যাচাই বাছাই করে নিজেদের মনের মতো ফ্ল্যাট-প্লট খুঁজে নিতে পারবেন। মেলা উপলক্ষে অধিকাংশ প্রতিষ্ঠান তাদের প্রকল্পের ফ্ল্যাট ও প্লটে বিশাল ডিসকাউন্ট দিচ্ছেন।
এবারের মেলায় ৬৩টি স্টল রয়েছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও পাঁচটি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও পাঁচটি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।
অর্থলগ্নীকারী ব্যাংকগুলো মেলা উপলক্ষে সহজে ঋণের ব্যবস্থা করে দিচ্ছেন। সব মিলে ৪৩টি প্রতিষ্ঠান মেলায় তাদের পণ্য এবং সেবা তুলে ধরছেন।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
বিই/টিসি/এমজে