চট্টগ্রাম: চট্টগ্রামে হালনাগাদ ভোটার তালিকা থেকে ৬০ হাজার ৪৮৫ জন মৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এরমধ্যে নগরের ৪১ ওয়ার্ডে ২ হাজার ২৪ জন এবং ১৫ উপজেলা থেকে ৫৮ হাজার ৪৬১ জন মৃত ভোটার বাদ পড়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নগরীর মধ্যে পাঁচলাইশ জোনে ৪৯৯ জন, চান্দগাঁওয়ে ৬০৬ জন, কোতোয়ালী জোনে ২৩০ জন, ডবলমুরিং জোনে ১৩১ জন, পাহাড়তলী জোনে ১০১ জন এবং বন্দর জোনে ৬১৫ জন মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়।
১৫ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত ভোটার বাদ পড়েছেন মিরসরাইয়ে।
এদিকে নতুন ভোটারের তথ্য সংগ্রহ শেষে এলাকাভিত্তিক নিবন্ধন কেন্দ্রে ছবিসহ নিবন্ধন করা হচ্ছে, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এমআর/টিসি