ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চুয়েটে স্নাতক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮ হাজার ৭৯১ জন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
চুয়েটে স্নাতক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮ হাজার ৭৯১ জন  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৭৯১ জন শিক্ষার্থী। এদের মধ্যে মেধাতালিকায় ক গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) ৮ হাজার ৩৯৩ জন এবং খ গ্রুপে (স্থাপত্য বিভাগ) ভর্তির যোগ্যতা অর্জন করেন ৩৯৮ জন।


 
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় চুয়েটের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।  

মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শনিবার (১৫ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরমে প্রয়োজনীয় তথ্য ও বিভাগের পছন্দক্রম দিতে হবে।

ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ১১টি পছন্দসহ একটি পছন্দক্রম পূরণ করতে হবে। তবে স্থাপত্য বিভাগের ভর্তিচ্ছুকদের কোনো পছন্দক্রম পূরণ করতে হবে না।

মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের মধ্যে ক গ্রুপের প্রথম ১৫০০ জন ও খ গ্রুপের প্রথম ১০০ জনকে ৯ এপ্রিল সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ৩টার মধ্যে প্রথম পর্যায়ে ভর্তির জন্য যেতে হবে নিরীক্ষা কমিটির কাছে। নিয়ে যেতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। প্রার্থীদের সনদপত্র যাচাইয়ের পর শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ১০ এপ্রিল সকাল ১০টায় প্রাপ্ত বিভাগ দেখে ভর্তির জন্য নির্ধারিত ১৮ হাজার ৫০০ টাকা সোনালী ব্যাংক চুয়েট শাখায় জমা দিয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

ভর্তিকৃত প্রার্থীর বিভাগ ও শূন্য আসন এবং ২য় দফায় ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ১৩ এপ্রিল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।  

গত ১ ফেব্রুয়ারি চুয়েটে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১২টি বিভাগে সংরক্ষিত ১১টিসহ মোট ৯৩১টি আসনে ১৬ হাজার ৬২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।