ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে যুবককে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
রাউজানে যুবককে পিটিয়ে হত্যা ...

চট্টগ্রাম: রাউজানে ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

নিহত মুহাম্মদ হাসান (৩৫) নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আহমেদ হোসেন মেম্বার বাড়ির মো. বজল আহমেদ ড্রাইভারের ছেলে।

তিনি রাউজান উপজেলা যুবলীগের কর্মী।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

মুহাম্মদ হাসানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পৈতৃক বাড়ি বোয়ালখালী উপজেলায় হলেও শৈশব থেকে মামার বাড়ি রাউজানের নোয়াপাড়ায় ছিলেন।

জানা যায়, ৫ আগস্টের পর থেকে হাসান আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার রাতে তিনি বাড়িতে আসেন। বুধবার বিকালে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে চৌধুরীহাট বাজারের পাশে নিয়ে পিটিয়ে পলোয়ান পাড়া গ্রামে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। রাতে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ক্যাম্পে দায়িত্বরতরা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিহতের স্ত্রী ঝিনু আকতার বলেন, একদল মুখোশধারী লোক দরজা ভেঙে ঘরে ঢুকে হাসানকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। রাতে খবর পেয়ে পলোয়ান পাড়া এলাকায় গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে বলেন, এক ব্যক্তিকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করার মৌখিক অভিযোগ পাওয়া গেছে। জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।