ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যতদিন ক্ষমতায় থাকবো, সম্পত্তি বাড়বে না: ধর্ম উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
যতদিন ক্ষমতায় থাকবো, সম্পত্তি বাড়বে না: ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম: ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হেসেন বলেছেন, একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন এবং নিজের সম্পদের হিসাব জনসম্মুখে উপস্থাপন করেছেন। আমরাও সম্পদের হিসাব ক্যাবিনেট ডিভিশনে জমা দিয়েছি।

আশাকরি যতদিন ক্ষমতায় থাকবো, সম্পত্তি বাড়বে না বরং কমবে।  

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ নির্মাণ অগ্রগতি পরিদর্শন ও পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্মাণাধীন মডেল মসজিদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন উপদেষ্টার একান্ত সচিব এবং যুগ্মসচিব ছাদেক আহমদ, চট্টগ্রাম গণপূর্ত ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী জহির রায়হান, সাব ডিভিশন ইঞ্জিনিয়ার সৌরভ বিশ্বাস, এসও জসিম উদ্দিন, ঠিকাদার ফরিদুজ্জামান মিশু প্রমুখ।  

ধর্ম উপদেষ্টা বলেন, দেশে সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয় করে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। দেশে মসজিদ বাড়লে মুসল্লির সংখ্যাও বাড়বে। আরো বেশি সংখ্যক মানুষ নামাজ আদায় করতে পারবে এবং অপরাধ প্রবণতা কমবে।

দেশে বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, চুরি ডাকাতি রাহাজানি, ছিনতাইয়ের মতো সন্ত্রাসী কার্যক্রম যুগ যুগ ধরে ছিলো, এখনও আছে। আইনশৃঙ্খলা বাহিনীও এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। আমরাও চেষ্টা করেছি সবার সহযোগিতায় কীভাবে এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়।  

এর আগে ধর্ম উপদেষ্টা দুপুর দেড়টায় মডেল মসজিদে নিজে ইমামতি করে আগত মুসল্লিদের সাথে জোহরের নামাজ আদায় করেন। এ সময় মসজিদের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করে সন্তোষ জানান।  

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।