ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
কর্ণফুলীতে যুবকের আত্মহত্যা বরকত হোসেন

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় বরকত হোসেন (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার (৭ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের নুর ইসলাম মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

 

বরকত হোসেন ওই এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে এবং পেশায় রিকশাচালক ছিলেন।  

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় বরকতের মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।