চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় বরকত হোসেন (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শুক্রবার (৭ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের নুর ইসলাম মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।
বরকত হোসেন ওই এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে এবং পেশায় রিকশাচালক ছিলেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় বরকতের মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
পিডি/টিসি