ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

৪৬৪১ পুকুরের মধ্যে ২৩৯০টি প্রভাবশালীদের দখলে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, জুলাই ২০, ২০২৫
৪৬৪১ পুকুরের মধ্যে ২৩৯০টি প্রভাবশালীদের দখলে ...

চট্টগ্রাম: বীর মুক্তিযোদ্ধা ও গবেষক ডা. মাহফুজুর রহমান বলেছেন, বর্তমানে চট্টগ্রাম নগরের ৪ হাজার ৬৪১টি পুকুরের মধ্যে ২ হাজার ৩৯০টিই পুকুর প্রভাবশালীদের দখলে রয়েছে। এখন নতুন করে মোহরা সেলিমের পিতার বাড়ির জনগণের ব্যবহৃত পুকুরটিও প্রশাসনের নাকের ডগায় রাতদিন ভরাট চলছে, দেখার কেউ নাই।

স্বাধীনতার পর থেকে বৃহত্তর চট্টগ্রামে শত শত পাহাড় কেটে, নালা-নদী ভরাট করে চট্টগ্রামকে কংক্রিটের শহরে পরিণত করেছে। এভাবে চলতে থাকলে অক্সিজেনের অভাবে চট্টগ্রামের মানুষসহ পশু-পাখি, জীবজন্তু বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়বে।
 

শনিবার (১৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা) ও চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) এর যৌথ উদ্যোগে নগরের মোহরার শতবর্ষী পুকুর ভরাটের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

বাপসার কেন্দ্রীয় সভাপতি এম এ হাশেম রাজুর সভাপতিত্বে ও সিডিএফ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলমদারের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাপসার কেন্দ্রীয় সহ-সভাপতি ও চেম্বার অব কমার্সের সদস্য মাহবুবুর রহমান রানা, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সচিব অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, আইএইচআরসি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়ক, পরিবেশ কর্মী জান্নাতুল নাঈয়ুম রিকু, মানবাধিকার কর্মী এস এম ফরিদ, বাপসার কেন্দ্রীয় সদস্য পটিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আফরোজা জলি, সিডিএফ এর সহ সভাপতি এস এম ইমরান, নগর পরিবেশ সম্পাদক সাইফুল আলম খান প্রমুখ।  

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।