ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপের ছগির ডাকাত অস্ত্রসহ গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
সন্দ্বীপের ছগির ডাকাত অস্ত্রসহ গ্রেপ্তার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সন্দ্বীপের কুখ্যাত ডাকাত মোহাম্মদ ছগির ওরফে ছগির ডাকাতকে (৩৫) অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ছগির ১১ মামলার পলাতক আসামি।



বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে ছগিরকে উপজেলার কালাপানিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ নাইমুল হাছান বাংলানিউজকে ছগির ডাকাত গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।


গ্রেপ্তার হওয়া ছগির উপজেলার কালাপানিয়া এলাকার আবুল কাসেমের ছেলে। তার কাছ থেকে একটি দেশিয় তৈরি কাঠের এলজি ও ২ রাউণ্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছগির আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। সন্দ্বীপে অবস্থান করে ছগির তার দলের সঙ্গে মিলে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনিসহ আশপাশের জেলায় ডাকাতি সংঘটিত করে। নৌপথে মাছ ধরার নৌকায়ও সে ডাকাতি করে।

ছগিরের বিরুদ্ধে অস্ত্র আইনে সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৮,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।