ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় অটোরিকসা চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় অটোরিকসা চালক নিহত ছবি: প্রতীকী

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার রৌশনহাট এলাকায় মাইক্রোবাস-অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে মো.জসিম উদ্দিন নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন।



শুক্রবার ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রৌশনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকসা চালক জসিম উদ্দিনের মৃত্যু হয়।

নিহত জসীম উদ্দিন চট্টগ্রামের পটিয়া উপজেলার আমজুর হাটের বাসিন্দা।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম ভূঁইয়া বাংলানিউজকে বলেন, ভোররাতে রৌশনহাট এলাকায় মাইক্রোবাস-অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জসিম নিহত হন। আহত হয়েছেন অটোরিকসায় থাকা দুই যাত্রী।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার পর পুলিশ মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়:১৪৫৭ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।