ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আজকের চট্টগ্রাম

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
আজকের চট্টগ্রাম

মোড়ক উন্মোচন:
চিটাগাং সোসাইটি ফর দ্যা ডিজএ্যাবল্ড (সিএসডি), সমাজসেবা অধিদপ্তর এবং জেলা প্রসাশন কার্যালয় চট্টগ্রাম কর্তৃক যৌথভাবে ‘The LAB-CDRC: A Rehabilitation Model for the Persons with Disabilities’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে।

তরুণ সম্মেলন:
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সংগঠন ইয়ং বাংলা আয়োজিত ‘ইয়ং বাংলা : ডিভিশনাল মিট চিটাগাং’ শীর্ষক আঞ্চলিক তরুণ সম্মেলন দুপুর দুইটায় নগরীর ডিসি হিল প্রাঙ্গনে।



মানববন্ধন:
জঙ্গিবাদের বিরুদ্ধে, গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে প্রগতিশীল সংগঠনসমূহের উদ্যোগে মানববন্ধন বিকেল চারটায় প্রেসক্লাব চত্ত্বরে।

আলোচনা সভা:
চট্টগ্রাম গণহত্যা দিবস উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে গণজমায়েত, কোর্ট বিল্ডিং চত্ত্বরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা সংগঠনের আন্দরকিল্লা কার্যালয়ে সকাল নয়টায়।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি:
চলমান নৈরাজ্য ও পেট্রোল বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ সকাল সাড়ে ১১টায় চবি শহীদ মিনার চত্ত্বরে।

স্মরণসভা:
অধ্যক্ষ আল্লামা মুসলেহ উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে অধ্যক্ষ মুসলেহ উদ্দিনের স্মরণসভা দুপুর দুইটায় জেলা পরিষদ মিলনায়তনে।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।