ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জিইসিতে ট্রাকে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
জিইসিতে ট্রাকে আগুন ছবি: সোহেল সরওয়ার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অবরোধ চলাকালে নগরীর জিইসি মোড় এলাকায় পরিত্যক্ত কাগজবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।



আগুনে ক্ষতিগ্রস্থ ট্রাকটি (চট্টমেট্টো ট: ০৫০৬৯৬) নগরীর ইপিজেড এলাকা থেকে নাসিরাবাদের দিকে যাচ্ছিল।  

জিইসি মোড় এলাকা পার হওয়ার সময় একটি মোটর সাইকেল থেকে দুর্বৃত্তরা পেট্টল বোমা ছুড়ে ট্রাকটিতে আগুন দেয় বলে জানিয়েছেন ট্রাকের চালক মো. আলম।


তিনি বাংলানিউজকে বলেন, একটি মোটরসাইকেল থেকে পেট্টল বোমা ছুড়ে মারার পর পরই গাড়িতে আগুন লাগে।   আমি আগুন জ্বলন্ত অবস্থায় ট্রাকটিকে নাসিরাবাদ হাই স্কুলের সামনে নিয়ে আসি।

এদিকে, ট্রাকটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছেন বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশান্তর বড়ুয়া।

রাত পৌনে আটটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান তিনি।

খুলশী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পি রতন বড়ুয়া বাংলানিউজকে জানান, দুর্বৃত্তদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।