ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বায়েজিদে দোকান-বসতঘরে অগ্নিকাণ্ড

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
বায়েজিদে দোকান-বসতঘরে অগ্নিকাণ্ড ছবি : প্রতীকী

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় বেশ কয়েকটি সেমিপাকা দোকান, বসতঘর, জুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।   মঙ্গলবার ভোর সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।



আগুনে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বায়েজিদ স্টেশনের অপারেটর কণা চক্রবর্তী বাংলানিউজকে জানান, ভোর সোয়া পাঁচটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
  আগুনে তিনটি সেমিপাকা দোকান, একটি বসতঘর ও তিনটি জুট গুদাম পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের দুইটি ও বায়েজিদ স্টেশনের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় চারঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।   

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।