ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কর্মচারীসহ আটক ২, ইয়াবা উদ্ধার

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কর্মচারীসহ আটক ২, ইয়াবা উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর ষোলশহর এলাকায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড অফিস থেকে বোর্ডের এক কর্মচারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের হিসাব শাখার অফিস সহকারী মাহমুদুল হক (৪৫) ও তার সহযোগী আবদুল আজিজ।
তাদের দুইজনের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার উখিয়ায়।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সচিব ড. পীযুষ দত্ত বাংলানিউজকে বলেন, বোর্ড অফিসের ভেতর অন্য একজনের কাছে ইয়াবা হস্তান্তরের সময় আমাদের এক কর্মচারীসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পুলিশ দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

পাঁচলাইশ থানা পুলিশ এসে তাদের আটক করে নিয়ে গেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।