ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শুক্রবারের বাজারদর

কমছে না সবজির দাম, অজুহাত ‘কুয়াশা’

ইসমেত আরা, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
কমছে না সবজির দাম, অজুহাত ‘কুয়াশা’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: প্রকৃতিতে এসেছে শীত।   এর সঙ্গে তাল মিলিয়ে বাজারও ভরে উঠেছে শীতের সবজিতে।

  তাই মৌসুম হিসেবে কম দামেই পছন্দের সবজিটি কিনতে পারবেন এমনটি আশা করতে পারেন ক্রেতারা।   কিন্তু কুয়াশার অজুহাতে কিছুটা বাড়তি দামেই চলছে বেচাকেনা।


বিক্রেতারা বলছেন, কুয়াশার কারণে সবজির সরবরাহ কম।   তাই মৌসুম হলেও কিছুটা বাড়তি দামেই সবজি বিক্রি করতে হচ্ছে তাদের।

শুক্রবার নগরীর রিয়াজউদ্দিন বাজার, ষোলশহর কর্ণফুলী মার্কেট কাঁচাবাজার ও কাজির দেউড়ি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০-৩৫ টাকায়, বাধাকপি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়, শিম কেজি ৪০-৫০ টাকা, মূলা কেজি ১৬-২০ টাকা, লাউ ২৫-৩০ টাকা, বেগুন ৩৫-৪০ টাকা, টমেটো ৩০-৫০ টাকা, গাজর ৪০ টাকা, পেঁয়াজ পাতা ৪০ টাকা, বরবটি কেজি ৫০ টাকা, ঝিঙ্গা কেজি ৩০ টাকা, চিচিঙ্গা কেজি ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৩০-৩৫ টাকা, তিত করলা কেজি ৪০-৫০ টাকা, পেঁপে ২০-২৫ টাকা, আলু কেজি ৩০-৪০ টাকা, শশা কেজি ৩০ টাকা, কাঁচামরিচ কেজি ৬০ টাকা, ধনেপাতা বিক্রি হচ্ছে ৬০ টাকা প্রতি কেজি।

ষোলশহর কর্ণফুলী মার্কেট কাঁচাবাজারের সবজি বিক্রেতা মাহফুজ আহমেদ বাংলানিউজকে বলেন, সবজির সরবরাহ মৌসুম হিসেবে তুলনামূলভাবে কম।   কুয়াশার কারণে গাড়ি কম আসছে।   তাই দামও কিছুটা বেশি।

কাজীর দেউড়িতে বাজার করতে আসা গৃহিণী কাকলী আহমেদ বাংলানিউজকে বলেন, শীতকাল হলেও শীতের সবজি আমরা সঠিক দামে কিনতে পারছিনা।   কিছুটা বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে।

পাশাপাশি গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে সামুদ্রিকসহ সবরকমের মাছের।   মাছের বাজার ঘুরে দেখা গেছে, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ছোট প্রতি কেজি ১৩০-১৪০ টাকা, বড় ১৬০ টাকায়, রুই মাছ ২০০-২৫০ টাকা, পাঙ্গাস কেজি ১২০ টাকা, কার্ফু ১৫০-২০০ টাকা, কই মাছ ১৬০ টাকা, কাতলা মাছ ২৫০ টাকা, সিলভার কার্প ১৬০-১৮০ টাকা, মৃগেল ১৪০ টাকা, টুইট্টা মাছ ১২০ টাকা, ইলিশ ১০০০-১২০০ টাকা, লইট্যা মাছ বিক্রি হচ্ছে কেজি ১২০ টাকায়।

এদিকে ব্রয়লার মুরগীর দামও কিছুটা বেড়েছে।   বাজারে ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকা কেজি।

এছাড়া গরুর মাংস হাড়সহ ৩৮০ থেকে ৪০০ টাকা, হাড়ছাড়া ৫০০ টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা প্রতি কেজি।

বাংলাদেশ সময় : ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।