ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সরকারি স্কুলে ভর্তিযুদ্ধ

চলছে ষষ্ঠ শ্রেণির পরীক্ষা, সপ্তম শ্রেণির দুপুরে

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
চলছে ষষ্ঠ শ্রেণির পরীক্ষা, সপ্তম শ্রেণির দুপুরে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সরকারি স্কুলে ভর্তিযুদ্ধের দ্বিতীয় পর্বে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ (শনিবার)। সকাল ১০টায় ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়।

 
নগরীর নয়টি সরকারি স্কুলের মধ্যে আটটি স্কুলের নয়টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়।


জেলা প্রশাসন সূত্র জানায়, ষষ্ঠ শ্রেণীতে ৬৫৫টি আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ৮ হাজার ৩৪০টি।   প্রতি আসনের বিপরীতে লড়াই করছে ১২ জন শিক্ষার্থী।  

দিনের দ্বিতীয় পরীক্ষায় দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষা। এতে ৪৫ টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিবে ৮৬৬ জন ভর্তিচ্ছু।

এর আগে মঙ্গলবার (২২ ডিসেম্বর) পঞ্চম ও অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) এ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।