ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তিন ‘জঙ্গি’ শিবির কর্মী, দাবি ছাত্রলীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
তিন ‘জঙ্গি’ শিবির কর্মী, দাবি ছাত্রলীগের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চট্টগ্রাম: জঙ্গি সন্দেহে আটক হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী শিবিরেরও কর্মী বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বী।

এই তিন শিক্ষার্থীকে চবি থেকে বহিষ্কারের পাশাপাশি তাদের স্নাতকের সনদ বাতিলের দাবিও জানান তিনি।



সোমবার রাত সাড়ে সাতটায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেন তিনি।

বিবৃতিতে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জেএমবির সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগের স্নাতকোত্ত্বরের তিন শিক্ষার্থীকে ২৭ ডিসেম্বর আটক করেছে পুলিশ।
  এ ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হয় চবি এতদিন জঙ্গিগোষ্ঠীর নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কারণ দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয় স্বাধীনতাবিরোধী জামাত-শিবিরের অধীনে ছিল। ’

বিবৃতিতে ফজলে রাব্বী আরও বলেন, ‘ছাত্রলীগ এই অপশক্তিকে রুখে দাঁড়িয়েছে বলেই চবিতে এখন শিবিরের প্রকাশ্যে কোনো তৎপরতা নেই। কিন্তু ‍অত্যন্ত সূক্ষ্ণভাবে গবেষণা করলে দেখা যায় শিবির ক্যাম্পাসে না থাকলেও তাদের মদদপুষ্ট ছাত্ররা জেএমবিসহ নিষিদ্ধ সংগঠনগুলোতে যোগ দিয়ে চবিসহ গোটা চট্টগ্রামে জঙ্গি তৎতপরতা চালাচ্ছে। যার প্রমাণ এই তিনজনের গ্রেপ্তার। ’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, ‘অবিলম্বে জেএমবি’র সামরিক শাখা সদস্য ও শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের নাইমুর রহমান নয়ন, মো. শওকত রাসেল ও ফয়সাল মাহমুদকে চবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। পাশাপাশি তাদের স্নাতকের সনদপত্রও বাতিল করতে হবে। ’

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।