ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘চরিত্রহীনতাই সব অশান্তির মূল’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
‘চরিত্রহীনতাই সব অশান্তির মূল’

চট্টগ্রাম: চরিত্রহীনতার কারণেই বর্তমানের সব অশান্তির মূল বলে মন্তব্য করেছেন অখণ্ড মণ্ডেলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আবির্ভাব উৎসবের বক্তারা।

সোমবার সকালে রহমতগঞ্জের জেএম সেন হলে উৎসবের প্রথম দিবসে মানবাত্মার জাগরণের জন্য হরিওঁ কীর্তনের মাধ্যমে নগর পরিক্রমা হয়।

এরপর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও অখণ্ডমণ্ডলীর চিকিৎসা সদনে ডাক্তার অরুণ কুমার মিত্রের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ।
আলোচনা করেন ডাক্তার পরেশ চক্রবর্তী, ডাক্তার মৃদুল কান্তি দে ও ডা. ভজন কুমার তলাপাত্র।
 
বিকালে ‘যুব ও নারী সমাজের চরিত্র গঠনে স্বামী স্বরূপানন্দ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অখণ্ড মণ্ডলীর মহিলা শাখার সদস্য সুজলা আইচ। প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. সুপ্তিকণা মজুমদার। মুখ্য আলোচক ছিলেন অমৃতানন্দ।
 
সভায় বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সচ্চিদানন্দ রায় চৌধুরী, ২১ নম্বর জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

বক্তারা বলেন, চরিত্রহীনতার কারণেই বর্তমানের সব অশান্তির মূল। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাইকে নিজ নিজ কর্মক্ষেত্রে সচ্চরিত্রতার পরিচয় দিতে হবে।

তারা অখণ্ড মণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রবর্তিত চরিত্র গঠন আন্দোলনে ব্যাপকভাবে অংশ নিয়ে ব্যক্তিগত ও সামাজিক মূল্যবোধ সৃষ্টির আহ্বান জানান।

রাতে ছিল অধিবাস উপাসনা, একক ও বৃন্দ আবৃত্তি এবং ‘গাও হুঙ্কার সমন্বয়ের গান’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠান।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এআর/টিসি

** স্বরূপানন্দ পরমহংসদেবের আবির্ভাব উৎসব সোমবার শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।