ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।   এসময় মাদক বিক্রির ৮ হাজার ১১০ টাকা উদ্ধার করা হয়।



মঙ্গলবার ভোর চারটার দিকে র‌্যাবের স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, মো. রেজাউল, মো. জামাল এবং মো. মোসলেম উদ্দিন।


র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদের তিনজনের শরীর তল্লাশি করে ৪৪পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৮ হাজার ১১০টাকা উদ্ধার করা হয়।   তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
টিএইচি/আইএসএস/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।