ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জাতীয় বেতন স্কেল

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের অবনমনের প্রতিবাদে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের অবনমনের প্রতিবাদে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: অষ্টম জাতীয় বেতন স্কেলে কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদা ও এর কর্মকর্তাদের অবনমনের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নিয়েছেন।



মানববন্ধন শেষে কাউন্সিল সভাপতি মো. ছিদ্দিকুর রহমান মোল্লার সভাপতিত্বে ও সেক্রেটারি শাহরিয়ার সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তরা, ৮ম জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গেজেটে কেন্দ্রীয় ব্যাংক এর মর্যাদায় পৃথকভাবে উল্লেখকরণ, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সর্বোচ্চ পদ ‘নির্বাহী পরিচালক’ পদকে জাতীয় বেতন স্কেল-এ ১ম গ্রেডে উন্নীতকরণের দাবি জানান।

এছাড়া অন্যান্য পদসমূহের বেতন গ্রেড ক্যাডার সার্ভিসের পদবিন্যাস অনুযায়ী নির্ধারণ এবং কেন্দ্রীয় ব্যাংকে যোগদানকারী সহকারী পরিচালক হিসেবে প্রবেশ পদ জাতীয় বেতন স্কেলে ৯ম গ্রেডের পরিবর্তে ক্যাডার সার্ভিস ও পাবলিক বিশ্ববিদ্যালয় ন্যায় ৮ম গ্রেডে নির্ধারণের জোর দাবি জানান।


সমাবেশে বক্তারা বলেন, প্রকাশিত গেজেটে সংজ্ঞায়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক-কে সরকারি অন্যান্য ব্যাংকের সাথে একই কাতারে সংজ্ঞায়ন করা হয়েছে। যা ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রকারী কর্তৃপক্ষ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদা বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর স্পিরিট কোনটির সাথেই সঙ্গতিপূর্ণ নয়।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।