ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বারৈয়ারহাটে আ’লীগের প্রার্থী নিজাম জয়ী

উপজেলা কসেরপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, ডিসেম্বর ৩০, ২০১৫
বারৈয়ারহাটে আ’লীগের প্রার্থী নিজাম জয়ী নিজাম উদ্দিন

মিরসরাই: পৌরসভা নির্বাচনে মিরসরাই উপজেলার বারৈয়ারহাটে আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন মোট ৫ হাজার ৫৬৬ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাইনুদ্দিন লিটন ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২২৬টি।   

বুধবার সকাল ৮টা থেকে বিকেলে চারটা পর্যন্ত একটানা পৌরসভার নয়টি কেন্দ্রের ২০টি কক্ষে ভোট গ্রহণ চলে।
পৌরসভার মোট ভোটার ৭ হাজার ৫৭২ জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা তোফায়েল হোসেন বাংলানিউজকে বলেন, ৫ হাজার ৫৬৬ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ৩০১৫
এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।