ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে আ’লীগের খোকা জয়ী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
চন্দনাইশে আ’লীগের খোকা জয়ী মাহবুবুল আলম খোকা

চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় মেয়র পদে জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুল আলম খোকা।  

তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৫২২ ভোট।

  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপি’র আইয়ূব কুতুবী ছাতা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৭০ ভোট।  

প্রতিদ্বন্দ্বী আরও দুই প্রার্থীর মধ্যে ইসলামী ফ্রন্টের মো. আবদুল হাকিম মোমবাতি প্রতীকে পেয়েছেন ৬৫৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন আহমেদ জগ প্রতীকে পেয়েছেন ৭৫৪ ভোট।
 

চন্দনাইশের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ‍সনজদিা শারমিন বাংলানিউজকে জানিয়েছেন, মাহবুবুল আলম খোকাকে বেসরকারিভাবে নিবাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে ৭৬ দশমিক ৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানান রিটার্নিং অফিসার।

বাংলাদেশ সময়: ২১৪২ ডিসেম্বর ৩০, ২০১৫
আরডিজি/টিসি    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।