ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী রফিকুল পুনর্নির্বাচিত

অপু দত্ত, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী রফিকুল পুনর্নির্বাচিত রফিকুল আলম

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ৪১৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. শানে আলম পেয়েছেন ৫ হাজার ৫৩৭ ভোট।

রির্টানিং অফিসার এটিএম কাউছার হোসেন বর্তমান মেয়র মো. রফিকুল আলমকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।


বিএনপি মনোনীত অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু পেয়েছেন ৩ হাজার ৭৬৭ ভোট। ইউপিডিএফ সমর্থিত প্রার্থী কিরণ মারমা নারিকেল গাছ প্রতীকে ২ হাজার ১৮ ভোট এবং জাতীয় পার্টির মো. ইসহাকের লাঙল প্রতীকে পড়েছে ৯৫ ভোট।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।