ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘গানেরই খাতায় স্বরলিপি’ সন্ধ্যায় টিআইসিতে

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
‘গানেরই খাতায় স্বরলিপি’ সন্ধ্যায় টিআইসিতে

চট্টগ্রাম: বাংলা গানের গুণী শিল্পী মাহমুদুন্নবীর গান নিয়ে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মরণানুষ্ঠান ‘গানেরই খাতায় স্বরলিপি’।   বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠানে গুণী এ শিল্পীর গান পরিবেশন করবেন চট্টগ্রামের দর্শকনন্দিত শিল্পী শাহরিয়ার খালেদ।



শিল্পী মাহমুদুন্নবীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অ্যাকাডেমি অব সাউথ এশিয়ান কালচারাল হেরিটেজ এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

আয়োজক সূত্র জানায়, বাংলা আধুনিক গানের স্বর্ণালী যুগের উজ্জল তারকা শিল্পী মাহমুদুন্নবী।
  তার গানে কথা, সুর ও গায়কীর এক অসাধারণ মেলবন্ধন দেখতে পাই আমরা। সুর ও কণ্ঠের মসৃণতাই গানগুলোকে জনপ্রিয় করার প্রধান কারণ হয়ে উঠেছিল।

তার গান এখনো এ অঞ্চলের মানুষের হৃদয়ে সমুজ্জল। তাই গুণী এ শিল্পীকে সম্মান জানানোর লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিল্পী মাহমুদুন্নবীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন কবি-সাংবাদিক কামরুল হাসান বাদল ।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।