বাঁশখালী উপজেলার বৈলছড়ি বাজারে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ৪টি দোকান পুড়ে গেছে। রোববার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চট্টগ্রাম: বাঁশখালী উপজেলার বৈলছড়ি বাজারে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ৪টি দোকান পুড়ে গেছে। রোববার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, মো. সেলিমের মালিকানাধীন চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুনে মো. সোহেলের মালিকানাধীন মোবাইলের দোকান, মো.ইদ্রিসের মুদির দোকান, সজল কান্তি নাথের সেলুনের দোকান ও মো. সেলিমের চায়ের দোকান পুড়ে যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে বৈলছড়ি বাজারে রোববার দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪টি দোকান পুড়ে যায়। আগুনে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।