ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সরকারি অফিস দখলে দেওয়া ‘অস্বীকার’ করেনি প্রশাসন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
সরকারি অফিস দখলে দেওয়া ‘অস্বীকার’ করেনি প্রশাসন ভূমি অফিসের দ্বিতীয় তলায় ব্যানার টাঙ্গিয়েছে আয়ত্বে নিয়েছে বৃহত্তর ময়মনসিংহ সমিতি (বায়ে), জেলা প্রশাসনের ব্যাখ্যা (ডানে)

চট্টগ্রাম: নগরীর নন্দনকানন এলাকায় অবস্থিত ফিরিঙ্গি বাজার ভূমি অফিসের দ্বিতীয় তলা বৃহত্তর ময়মনসিংহ সমিতি, চট্টগ্রাম নামের একটি আঞ্চলিক সংগঠনের হাতে তুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (০২ জানুয়ারি) জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ব্যাখ্যা দেওয়া হয়।

এতে বলা হয়, ফিরিঙ্গি বাজার ইউনিয়ন ভূমি অফিসটি নগরীর এনায়েত বাজার মৌজাস্থ ১৫/৩১ হোল্ডিং এ দুই তলা ভবনের নিচ তলায় অবস্থিত; যার কার্যক্রম দীর্ঘদিন ধরে উক্ত ভবনে চলমান রয়েছে।

উক্ত ভূমি অফিস অপসারণ কিংবা ভূমি অফিসের কার্যক্রম বিঘ্নিত করে কোনো ধরণের কার্যালয় স্থাপিত হয়নি। ভবনটির নিচ তলায় ভূমি অফিসের কার্যক্রম যথারীতি চলমান রযেছে এবং থাকবে।

তবে বিজ্ঞপ্তিতে ভূমি অফিসের কার্যক্রম বিঘ্নিত না হওয়ার বিষয়ে বলা হলেও সরকারি ভবন এভাবে একটি আঞ্চলিক সংগঠনের হাতে তুলে দেওয়ার বিষয়ে কোন ব্যাখ্যা দেওয়া হয়নি।

এর আগে সোমবার (০১ জানুয়ারি) দুপুরে ফিরিঙ্গি বাজার ভূমি অফিসের দ্বিতীয় তলায় সাইনবোর্ড টাঙ্গিয়ে নিজেদের আয়ত্বে নেওয়ার পর সন্ধ্যায় এটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

সরকারি অফিস ‘দখলে নিল’ এক আঞ্চলিক সংগঠন

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।