ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উন্নয়ন-অগ্রগতির প্রধান বাধা দুর্নীতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
উন্নয়ন-অগ্রগতির প্রধান বাধা দুর্নীতি উন্নয়ন-অগ্রগতির প্রধান বাঁধা দুর্নীতি

চট্টগ্রাম: দুর্নীতি, উন্নয়ন ও অগ্রগতির পথে প্রধান বাধা জানিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি মহানগর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম কমু বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক নানা পটপরিবর্তনের সুযোগে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। ফলে স্বাধীনতার কাঙ্খিত সুফল আমরা পাইনি।

মঙ্গলবার (২ জানুয়ারি) নগরীর ওয়েল পার্ক রেসিডেন্সে দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর’ সংগ্রহের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত গণস্বাক্ষর সংগ্রহকালে সৈয়দ সিরাজুল ইসলাম কমু আরও বলেন, কাঙ্খিত উন্নয়ন, অগ্রগতির মাধ্যমে সোনার বাংলা প্রতিষ্ঠার পথে আমরা বারবার হোঁচট খেয়েছি।

সাম্প্রতিক সময়ে দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করে দুর্নীতির ঘোড়ার মুখের লাগাম টেনে ধরতে সক্ষম হয়। ফলে বিগত কয়েকবছরে দেশের অগ্রগতি আগের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
তথ্যের অভাবে তৃণমূল পর্যায়ে হওয়া দুর্নীতির অধিকাংশই আড়ালে থেকে যাচ্ছে। জনগণ যদি সচেতনভাবে সকল তথ্য দুর্নীতি প্রতিরোধ কমিটির মাধ্যমে দুদক বরাবর তুলে ধরে, তবে অচিরেই দুর্নীতিমুক্ত সমাজ ও সমৃদ্ধ সোনার বাংলা গঠন সম্ভব হবে।

এসময় দুর্নীতি প্রতিরোধ কমিটি মহানগর শাখার সদস্য মো. আবু সাঈদ সেলিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।