ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে বিভাগীয় সভাপতি অবরুদ্ধ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
চবিতে বিভাগীয় সভাপতি অবরুদ্ধ চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: পরীক্ষা দেওয়ার অনুমতি না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগের সভাপতি প্রফেসর ড. সুপ্তিকণা মজুমদারকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।

বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঘণ্টা-দেড়েক তার নিজকক্ষে অবরুদ্ধ করে রাখে  ওই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

পরে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা অাসলে শিক্ষার্থীরা তালা খুলে দেন।

এদিকে এ ঘটনায় আজকের পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, অাজ ১১টা থেবে বিকেল ৩টা পর্যন্ত দ্বিতীয় বর্ষের ২০১ নং কোর্সের পরীক্ষা ছিল।

কিন্তু ক্লাস উপস্থিতির হার কম থাকায় বিভাগের পরীক্ষা  কমিটির সদস্যরা সাত শিক্ষার্থীকে পরীক্ষা দেয়ার অনুমতি দেয়নি।   পরবর্তীতে তারা বিভাগের সভাপতি বরাবর অাবেদন করে। কিন্তু তাতেও সাড়া না মেলায় পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে।

এসব বিষয়ে সংস্কৃত বিভাগের সভাপতি প্রফেসর ড. সুপ্তিকণা মজুমদার বাংলানিউজকে বলেন, 'বিভাগের নিয়ম অনুযায়ী তাদের পরীক্ষার সুযোগ দেওয়া হয়নি। যাদের সুযোগ দেওয়া হয়নি তাদের উপস্থিতির হার শতকরা ৩০ ভাগেরও কম ছিল। তাই একাডেমিক কমিটির সর্বসম্মতিক্রমেই তা বাতিল করা হয়। আমার একার পক্ষে কিছু করার সুযোগ নেই। '

তিনি বলেন, 'গোলোযোগের কারণে অাজকের নির্ধারিত পরীক্ষা বাতিল করা হয়েছে। পরবর্তী পরীক্ষা একাডেমিক কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত নেয়া হবে। '

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ বলেন, ' শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে সভাপতির সঙ্গে কথা বলছি। পরে বিস্তারিত জানানো হবে। '

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।